fbpx

তাপস দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলছেন : সাঈদ খোকন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলছেন বলে মন্তব্য করলেন একই সিটির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (৯ জানুয়ারি) হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই মেয়র।

এ সময় সাঈদ খোকন অভিযোগ করে বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকশ’ কোটি টাকা তাপস তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এছাড়া, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে এসব অর্থ বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভও আদায় করেছেন। অথচ, অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। পাশাপাশি, অর্থের অভাবে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পও বন্ধ হয়ে গেছে।’

তাপস দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলছেন : সাঈদ খোকন

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনের দাবিতে আয়োজিত মানববন্ধনে সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

সাঈদ খোকন এমন মন্তব্যও করেছেন, তাপস এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র সিটি করপোরেশন আইন ২০০৯, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন।

তিনি মেয়র তাপসের উদ্দেশ্যে বলেন, ‘রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিন।’

তিনি আরও বলেন, ‌’তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন।’

ফুলবাড়িয়া মার্কেটে সিটি কর্পোরেশন কর্তৃক যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সে সম্পর্কে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে অবৈধ।’

Advertisement
Share.

Leave A Reply