fbpx

তারকা জুটির প্রথম বিবাহবার্ষিকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেখতে দেখতে সৃজিত মুখার্জী এবং রাফিয়াত রশিদ মিথিলা দম্পতির বিয়ের ১ বছর কেটে গেলো। এক রাজকন্যা আয়রাকে নিয়ে তাঁদের দিন বেশ সুখেই কেটে যাচ্ছে। অন্তত সৃজিত, মিথিলার ফেসবুক, ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট দেখে সেটাই মনে হয়।

তারকা জুটির প্রথম বিবাহবার্ষিকী

প্রথম বিবাহ বার্ষিকীতে সৃজিত-মিথিলা দম্পতি। সাথে আয়রা। ছবি: সৃজিত মুখার্জীর ফেসবুক ওয়াল থেকে

গতকাল রবিবার(৬ ডিসেম্বর) সৃজিত মুখার্জী তাঁর ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘চ্যাপটার ২ এ প্রথম বিবাহবার্ষিকীর ডিনার, নস্টালজিক মেনু, দারুণ খাবার এবং সুমধুর লাইভ সঙ্গীত এর মাধ্যমে সাউদার্ন এভিনিউকে পার্ক স্ট্রিটে পরিনত করেছে।’

মিথিলা তাঁর ফেসবুক পেজে একটি ছবি মজা করে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মিস্টার এন্ড মিসেস রশিদ মুখার্জী’।

 

তারকা জুটির প্রথম বিবাহবার্ষিকী

ছবি: রাফিয়াত রশিদ মিথিলার ফেসবুক পেজ থেকে

যথারীতি সৃজিত, মিথিলার সঙ্গী মেয়ে আয়রা। সুখী, হাসি-খুশি কিছু ছবি সৃজিত মুখার্জী পোস্ট করেছেন। নিন্দুকের কাজ শুধু নিন্দা করা। এতে যে কিছুই যায় আসেনা তাঁদের সেটারই প্রমাণ এই সুন্দর সুন্দর ছবি।

গতবছর ৬ ডিসেম্বর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই থেকেই আয়রা সৃজিত, মিথিলার সব সময়ের সঙ্গী। আয়রা যে সৃজিত মুখার্জীকে খুব পছন্দ করেন সে কথা সৃজিত, মিথিলা অনেক সাক্ষাৎকারে বলেছেন। মঙ্গলময় হোক তাঁদের জীবন- ভক্তদের কামনা এমনই।

 

Advertisement
Share.

Leave A Reply