Advertisement
১৫ বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লি সবচেয়ে শীতলতম দিন পার করছে। নতুন বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১ দশমিক১ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা ও ঠান্ডায় জুবুথুবু বাসিন্দারা। স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে।
তবে কাল থেকে তাপমাত্রা বেড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চলতি সপ্তাহের মধ্যেই শহরটির তাপমাত্রা বেড়ে আট ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর জানুয়ারিতে শহরটিতে সর্বনিম্ন দুই দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে, ২০০৬ সালে, ৮ জানুয়ারি শহরটিতে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।এর আগে ৩১ ডিসেম্বর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement