fbpx

তুরস্কে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। তাদের মধ্যে দুই জন বনকর্মী রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন মানাভগাট এলাকার আর এক জন মারমারিস এলাকার বাসিন্দা। সংবাদমাধ্যম আল- জাজিরা এই তথ্য দিয়েছে।

দাবানল আগ্রাসী রূপ নেয়ায় দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকাকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান। শনিবার হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

গেল বুধবার থেকেই দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। এতে অনেক ঘর-বাড়ি ও বনভূমি পুড়ে গেছে। নিরাপদে সরে যেতে বাধ্য হয়েছে গ্রামের বাসিন্দা ও পর্যটন কেন্দ্রের অতিথিরা।

দেশটির কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদিমিরলি বলেন, প্রচণ্ড বাতাস থাকায় অন্তত ৯৮ টি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এরমধ্যে ৮৮ টি এলাকা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন, দাবানলে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত সাড়ে পাঁচশ মানুষ। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply