fbpx

তৃতীয় বারের মত ক্ষমতায় যাচ্ছে তৃণমূল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা তৃতীয়বারের মত বাংলার ক্ষমতায় আসছে তৃণমূল। জেলায় জেলায় জোড়া ফুলের জয়জয়কার। এ পর্যন্ত পাওয়া খবরে তৃণমূল পেয়েছে ২১৫ টি আসন। আর বিজেপি পেয়েছে ৭৫টি আসন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বুথ ফেরত জরিপ বলছে তৃণমূলের জয় স্পষ্ট। তবে এ বিষয়ে এখনও নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

এদিকে, দীর্ঘ টানাপোড়েনের পরে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু অধিকারী। পুনর্গণনা হবে না বলেও জানানো হয়েছে।

নন্দীগ্রামে ফল ঘোষণার পর মমতা বলেন, ‘নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, বাংলার জয় ভারতকে বাঁচাল।’

সকাল থেকেই একের পর এক বিজয়ের খবর আসছে তৃণমূল প্রার্থীদের। বিপরীতে করুণ সুর বাজছে বিজেপি শিবিরে। বিপর্যয় মেনে নিয়েছে পদ্মশিবির।

এরই মধ্যে এক টুইটার বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মোদীর দল বিজেপি।

নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply