fbpx

তেল ট্যাংকার বিস্ফোরণ সিয়েরা লিওনে, নিহত ৯১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন অসংখ্য। যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানানো হয়েছে বিবিসির খবরে।

তেল ট্যাংকার বিস্ফোরণ সিয়েরা লিওনে, নিহত ৯১

ছবি: রয়টার্স

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাতে ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাংকারের সাথে অপর একটি গাড়ির সংঘর্ষের পর এ বিস্ফোরণ ঘটে।

তেল ট্যাংকার বিস্ফোরণ সিয়েরা লিওনে, নিহত ৯১

ছবি: রয়টার্স

এদিকে, দেশটির সরকারের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে, ফ্রিটাউনের কেন্দ্রীয় মর্গ ব্যবস্থাপক বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা সেখানকার মর্গে ৯১টি মৃতদেহ পেয়েছেন।

সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী আমরা জাম্বই বিস্ফোরণের বিষয়ে জানান, বিস্ফোরণের পর আহত অন্তত ১০০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তেল ট্যাংকার বিস্ফোরণ সিয়েরা লিওনে, নিহত ৯১

ছবি: রয়টার্স

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফ্রি টাউন শহরের ওয়েলিংটন অঞ্চলের চোইথ্রাম সুপারমার্কেটের কাছে একটি সড়কে রাত ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। বিধ্বস্ত ট্যাংকারের আশপাশের রাস্তায় ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায় ভিডিওগুলোতে।

বিবিসি বলছে, মাত্র ১০ লাখের কিছু বেশি মানুষের এ শহরটি সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। গত মার্চে ফ্রিটাউনের একটি বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং পাঁচ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন।

Advertisement
Share.

Leave A Reply