fbpx

তোমায় খুঁজছি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবিরাম অকারণ ছুটছি,
থামছি, পেছন ফিরে দেখছি,
দু’দন্ড বসে আবার হারাচ্ছি।

শাদাকালো রাস্তারা বেহাল বড়,
আমার টালমাটাল পায়ের সাথে সাথে,
তোমার পায়ের আওয়াজ শুনতে পারছি।

অচেনা বাতাসে তোমার চুলের সুবাসে,
এক বুক শ্বাস ধরে রাখছি।
বুকের বা’পাশ,
আজকাল- চলছে জোর অবিরাম।

তোমার না থাকাতেও,
তোমার সে ঘ্রাণ খুঁজে পাচ্ছি।
তোমার ভেজা চুলের ফোঁটা ফোঁটা পানিতে,
আজও ভিজে থাকছি।

ধুলো মাখা শহর ধূসর হয়ে,
আজও তোমায় মনে করাচ্ছে।

দেখছি না সে কাজলমাখা চোখ,
শুনছি না সে আদুরে গলা।
ছুঁতে পারছি না,
সে রোদ খেলে যাওয়া মিষ্টি গাল।

জানি আসছ না।
জানি থাকছ না।
তবুও তোমায় ভেবে ভেবে,
আজও সবই ভুলে থাকছি।

Advertisement
Share.

Leave A Reply