fbpx

থাইল্যান্ডে বন্যায় নিহত ৯

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১ জন। শুক্রবার দেশটির দূর্যোগ ব্যাবস্থাপনা ও প্রশমন বিভাগ জানিয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯১ হাজারেরও বেশি ঘড়বাড়ি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুরাত থানি, নখোন সি থামারাত,পাথালং, ত্রং, সঙ্খলা,পাতানি ও নরাথিওয়াত প্রদেশ। এ সব এলাকার দূর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করেছে দূর্যোগ ব্যাবস্থাপনা ও প্রশমন বিভাগের সদস্যরা।

একই সাথে বন্যাকবিলত মানুষদের জন্য তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে সরকার। চলতি বছর  অক্টোবরের শুরু থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply