fbpx

থামছেই না করোনা সংক্রমণের উর্ধ্বগতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি যেনো থামছেই না। প্রতিদিনই বেড়েই চলছে শনাক্তের সংখ্যা। প্রায় এক সপ্তাহ ধরে করোনা শনাক্তের সংখ্যা থাকছে তিন হাজারের ঘরে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ২৭ হাজার ২৯৯ জনের নমুনা পরীক্ষা নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৩৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৩০ জনের।

নতুন সুস্থ হওয়া ২ হাজার ৫৭জন রোগীসহ বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা আসে ১৮ই মার্চ।

Advertisement
Share.

Leave A Reply