fbpx

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম আবুল কালাম।

গত রবিবার, তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় স্থানীয় সন্ত্রাসীরা।

এ সময় তিনি বাধা দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এরপর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সেখানেই মারা যান তিনি।

নিহতের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। তিনি পূর্ব রামচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। জানা গেছে, ওই ব্যক্তি এক যুগ ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। রামচন্দ্রপুরের  ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান জানান এই তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ রায়হান আরও জানান, এখনো কালামের মরদেহ দেশের আনার ব্যাপারে পারিবারিক সিদ্ধান্ত হয়নি। পরিবারের পক্ষ থেকে কালামের মরদেহ দেশে আনতে চাইলে প্রয়োজনীয় আইনি সহযোগিতা প্রদান করা হবে।

Advertisement
Share.

Leave A Reply