fbpx

দর্শকের প্রতি মাহির অনুরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজের সিনেমা হলে এসে দেখার অনুরোধ করলেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘প্রত্যেকটা সিনেমা ভালো হয়। আর সব সিনেমাও আমি দেখতে বলি না। আমিও সব ছবি দেখিনা। সব কাজ নিয়ে বলতেও ভালো লাগে না। কিন্তু ‘লাইভ’ এমন একটা কাজ এটা সবাইকে হলে এসে দেখার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সাইমন-মাহি জুটির ছবি ‘লাইভ’। ছবিটির মুক্তি উপলক্ষে ৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনেই মাহি তার এ অনুরোধ জানান।

এতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ, মাহিয়া মাহি, সাইমন সাদিক, আদর আজাদ, ছবিটির নির্মাতা শামীম আহমেদ রনি প্রমুখ।

নিপুণ বলেন, ‘বাংলাদেশের সিনেমার আবার সুবাস বইছে। আগেই আমি ‘লাইভ’ সিনেমার গল্প শুনেছি। বাস্তব কাহিনী থেকে এই সিনেমা নির্মাণ করা হয়েছে৷ আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে। সবাই হিনেমা হলে এসে সিনেমাটি দেখবেন।’

সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।’

শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/482995093381503

Advertisement
Share.

Leave A Reply