fbpx

দল থেকে পদত্যাগের ঘোষণা কাদের মির্জার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে জনপ্রতিনিধি হিসেবেও আর নির্বাচন করবেন না বলেও জানিয়েছেন।

৩১শে মার্চ বুধবার কাদের মির্জার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পদত্যাগ সংক্রান্ত এক পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না।‘

পদত্যাগের এই পোস্টের কিছু সময় আগে কাদের মির্জা লাইভে এসে বলেন, ‘আমি সব অনিয়মকারীর বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকব না। আমি বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি। সেখানে থেকেই কাজ করব।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, ‘আপনি একসঙ্গে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদের দল থেকে বের করে দিন।’

‘দলের কোন কর্মকাণ্ডের সাথে থাকবো না, তবে দলীয় কর্মকাণ্ডে কর্মী ও অনুসারীদের সমর্থন করবো’, লাইভে জানিয়েছেন কাদের মির্জা।

Advertisement
Share.

Leave A Reply