fbpx

দাপট কমেনি করোনার, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি ১৪ হাজারেরও বেশি মানুষ। প্রাণ কেড়েছে ১৬ লাখেরও বেশি মানুষের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে শনাক্ত হয়েছে আরও  ২ লাখ ৮৬ হাজার মানুষ।  বেড়ে মৃত্যুর হারও।  দেশটিতে এরই মধ্যে ভাইরাসটি ধরা পড়েছে ১ কোটি ৬২ হাজারেরও বেশি মানুষের শরীরে। সবচেয়ে খারাপ অবস্থা ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নিউ ইয়র্কে। নিউইয়র্কে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেষ্টুরেষ্টে বসে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পার্সেল নেয়া যাবে। সোমবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে।

ব্রাজিলে নতুন করে আবার বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর হার। এক দিনেই শনাক্ত হয়েছে ৫২ হাজার রোগী।

কড়া বিধিনিষেধের আওতায় থেকেও সংক্রমণ নতুন করে বাড়ছে যুক্তরাজ্যে। শুক্রবার শনাক্ত হয়েছে ২১ হাজারেরও বেশি রোগী।

ইতালি, জার্মানি, ফ্রান্সসহ ইরোপের অনেক দেশেই সংক্রমণ উর্ধোগতি।

দ্বিতীয় ধাপে সংক্রমণ নিয়েন্ত্রণে হিমশিম খাচ্ছে রাশিয়া। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ২৬ হাজার রোগী।

তুরস্কেও সংক্রমণ বেড়েই চলছে।

দক্ষিণ কোরিয়াতে তৃতীয় ধাপে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। দৈনিক সংক্রমণে নতুন করে রেকর্ড গড়ছে দেশটিতে। এ অবস্থায় দেশটিতে নতুন করে বিধিনিষেধে কঠর হচ্ছে।

এদিকে, করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতে পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল রয়েছে।  দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটি হানা দিয়েছে ৯ লাখ ৮২ হাজার মানুষের শরীরে। মারা গেছেন ১ লাখ ৪২ হাজার মানুষ।

 

 

Advertisement
Share.

Leave A Reply