fbpx

দাম কমেছে পেঁয়াজের!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁঝ। আর তার সাথে কমতে শুরু করেছে পেঁয়াজের দামও। মূলত, বার্মা ও পাতা পেঁয়াজের সরবরাহ বাজারে বেড়ে যাওয়ায় কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। এখন ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ। তবে, দাম কমলেও স্থানীয় আমদানিকারকরা রয়েছেন ক্রেতা সংকটে।

আমদানিকারকরা জানিয়েছেন, পেঁয়াজের ওপর শুল্ক প্রত্যাহারের প্রভাবে এর দাম কমে আসছে। পাশাপাশি, দেশে নতুন পেঁয়াজ ওঠতেও শুরু করেছে। সেই সাথে, ভারতও পেঁয়াজের দাম কমিয়ে দিয়েছে।

তারা আরও জানান, ভারত প্রায় প্রতি বছরই নানা অজুহাতে পেঁয়াজের দাম বাড়ানোর কারণে দেশের আমদানিকারকরা বার্মাসহ বিভিন্ন দেশ থেকে এখন পেঁয়াজ আমদানি শুরু করেছে। বর্তমানে বার্মার পেঁয়াজ পুরোপুরি বাজার দখল করে রেখেছে। এরই প্রভাব পড়েছে বাজারে পেঁয়াজের দামে।

এদিকে, হিলিস্থল বন্দরে পেঁয়াজ কেনার জন্য পাইকারি ব্যবসায়ী প্রায় নেই বললেই চলে। পাইকারি ব্যবসায়ীরা জানান, আগে যেখানে প্রতিদিন ১০ থেকে ২০ ট্রাক পেঁয়াজ কেনা হতো, সেখানে এখন দেশের বাজার বার্মা ও অন্যান্য দেশের পেঁয়াজের দখলে থাকায় এক ট্রাক ভারতীয় পেঁয়াজও কেনা হচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply