fbpx

দারুণ শুরুর আভাস দিয়ে নিউজিল্যান্ডের ছন্দপতন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রান করাতো দূরে! প্রথম ম্যাচে মিরপুরের উইকেটে টিকে থাকাই ছিল কঠিন। দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশের ব্যাটিং দেখে মিরপুরের উইকেটকে অতটা দূর্ভেদ্য মনে হয়নি। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে বাংলাদেশের রান ১৪১। জবাব দিতে নেমে দারুণ শুরুর আভাসই দিয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্রুত উইকেট হারিয়ে বিপদে সফররতরা।

সাকিবের করা তিন নম্বরে ওভারের দুই নম্বর বলে ছক্কা হাঁকান রাচিন রবীন্দ্র। পরের বলেই অবশ্য বোল্ড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। ১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

রবীন্দ্র ফিরে যাওয়ার পর তার ওপেনিং সতীর্থ টিম ব্লান্ডেলও উইকেটে থাকতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারে মাহেদী হাসানের করা প্রথম বলেই স্ট্যাম্পড ব্লান্ডেল। ১৮ রানে কিউইরা হারিয়েছে তাদের দ্বিতীয় উইকেট।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৫৭ রান। পাওয়ার প্লে’র ছয় ওভারে কিউইরা তুলেছে ২ উইকেট হারিয়ে ২৮ রান।

শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ড দলে এসেছে দুইটি পরিবর্তন। অভিষেক হয়েছে বেন সিয়ার্সের, দলে ফিরেছেন হামিশ বেনেট। টাইগাররা মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

Advertisement
Share.

Leave A Reply