fbpx

দিনাজপুর সদরে ৭ দিনের সর্বাত্মক লকডাউন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে দিনাজপুর সদরে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রবিবার রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, আগামী ১৫ই জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে ২১শে জুন সোমবার রাত ১২টা পর্যন্ত চলবে কঠোর লকডাউন। এসময় দিনাজপুর সদর উপজেলার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হতে অনুরোধ জানানো হয়েছে।
সদরের অভ্যন্তরে মোটরসাইকেল, ইজিবাইক, কার-মাইক্রোবাসসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন লকডানের বিধিনিষেধের বাইরে থাকবে। ওষুধ, খাবারের দোকান, কাঁচাবাজার, মুদিসহ অত্যাবশকীয় পণ্য ছাড়া সকল দোকানপাটও বন্ধ থাকবে বলে জানানো হয় জরুরি বৈঠকে।
এদিকে জেলার সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, শুক্র ও শনিবার দুইদিনে ৫ জনের মৃত্যু হয়েছে দিনাজপুর জেলায়। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন ও বিরামপুরে ২ জন। নমুনা বিবেচনায় শনাক্তের হারও প্রায় ৪০ শতাংশ।
Advertisement
Share.

Leave A Reply