fbpx

দিল্লির একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত ২৭ জন মারা গেছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২৯ জন। শুক্রবার বিকেলে মুন্ডকায় মেট্রো স্টেশনের কাছে চার তলা একটি বাণিজ্যিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ভবনটি থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। নিখোঁজদের উদ্ধারে এখনও উদ্ধার অভিযান চলছে।

প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ভবনের প্রথম তলায় সিসিটিভি ও রাউটার তৈরির কার্যালয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত।  এরই মধ্যে কোম্পানির মালিক হরিশ গোয়েল ও বরুন গোয়েলকে আটক করা হয়েছে। ভবনটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুনে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ১০ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply