fbpx

দীপিকা নন, রণবীরের সাথে জুটি বাধবেন আলিয়া

Pinterest LinkedIn Tumblr +

সঞ্জয় লীলা বান্সালীর পরবর্তী ছবি ‘বৈজু বাওয়া’তে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা ছিল। কিন্তু বান্সালী প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের খবর,‘বৈজু বাওরা’ তে দীপিকার পরিবর্তে আলিয়া ভাট অভিনয় করবেন।

বর্তমানে রণবীর-আলিয়া করণ জোহর পরিচালিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র শুটিং নিয়ে ব্যস্ত।

সঞ্জয় যখন ছবির পরিকল্পনা শুরু করেন, প্রথম দিন থেকেই সকলের ধারণা ছিল, ‘গোলিয়োঁ কি  রাস লীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ এর মতো ‘বৈজু বাওরা’তেও দীপিকাই অভিনয় করবেন রণবীরের বিপরীতে। কিন্তু চলতি মাসের শুরুর দিকে জানা যায়, স্বামী রণবীরের সমান পারিশ্রমিক চাওয়ার জন্য তাকে সঞ্জয়ের আগামী ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দীপিকা বা সঞ্জয় কেউ কিছু বলেননি।

Share.

Leave A Reply