fbpx

দীর্ঘ ২০ মাস পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ২০ মাস পর আন্তর্জাতিক সীমানা খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার থেকে পর্যটকরা আকাশ ও স্থল পথে দেশটিতে ঢুকতে পারবেন। তবে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের জন্যই এই সুযোগ রয়েছে।

গেল বছর মার্চে, করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশসহ ৩০টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এই সময় যুক্তরাষ্ট্রের পর্যটক খাত বড় ধরনের ক্ষতির মুখে পরে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের আশা, নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ভ্রমণকারীদের সংখ্যা বাড়বে। বিশেষ করে যারা ভ্যাকসিন নিয়েছেন এবং নিয়মিত করোনা টেস্ট করান তারা ভ্রমণে আগ্রহী হবেন।

নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর অনেক নাগরিকরাই যুক্তরাষ্ট্রে আটকে রয়েছেন। অনেকেই দীর্ঘদিন তাদের পরিবার-স্বজনদের সাথে দেখা করতে যেতে পারেননি।  সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্তে খুশির জোয়ার বইছে তাদের মধ্যেও।

Advertisement
Share.

Leave A Reply