fbpx

দুঃসংবাদ পেলেন সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলা সাকিবকে টুর্নামেন্টের ফাইনালের আগেই বাধ্য হয়ে ছুটতে হয় যুক্তরাষ্ট্রে। কারণ, তাঁর শশুর মারাত্মক শ্বাসকষ্টে ভুগছিলেন এবং তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। কিন্তু, শেষ রক্ষা আর হলো না। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তাঁকে শুনতে হলো দু:সংবাদ, মৃত্যু হয়েছে তাঁর শশুরের।

জরুরি ভিত্তিতে বুধবার গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে, যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগেই মারা গেলেন তাঁর শশুর ৭২ বছর বয়সী মমতাজ আহমেদ। পারিবরিক সূত্র থেকে জানা যায়, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে উইসকনসিস স্টেটে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বেশ অসুস্থ ছিলেন।

অসুস্থ শ্বশুরের পাশে গিয়ে থাকবেন বলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলে রাতেই পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু, সেখানে পৌঁছানোর আগেই সাকিবকে এই দুঃসংবাদ শুনতে হলো।

জানা যায়, সাকিব এখনো বিমান ভ্রমণে রয়েছেন। আজ বাংলাদেশ সময় মধ্যরাত নাগাদ তাঁর যুক্তরাষ্ট্র পৌঁছানোর কথা।

Advertisement
Share.

Leave A Reply