fbpx

দুই খালে ৫৫ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ৩০ হাজার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শ্যামপুর ও মান্ডা খালের সীমানায় থাকা ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

১৫ ফেব্রুয়ারি সোমবার এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।

শ্যামপুর খালের বউবাজার অংশে ৪০টি স্থাপনা এবং মান্ডা খালের অংশে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে ৪০টি বসতবাড়ি ও দোকানপাট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন জানান, গত দুই সপ্তাহ ধরে নিয়মিত মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সতর্ক করা হয়। অনেকেই নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিলেও যারা গুরুত্ব দেননি, তাদেরকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। দুই জনকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উচ্ছেদ অভিযানের আরেক অংশে থাকা ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মান্ডা প্রাইমারি স্কুলের বিপরীত পাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালের সীমানার মধ্যে থাকা পাঁচটি বহুতল ভবনসহ মোট ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply