fbpx

দুই মাস ধরে নিখোঁজ জ্যাক মা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় দুই মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’ কে। এমন কী বর্তমানে তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

এতে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নিখোঁজ হয়েছেন। এর মধ্যেই তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের বিরুদ্ধে চীনা নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের খবরে জানানো হয়, গেল দুই মাস ধরে জ্যাক মা কারো সামনে আসেনি। এমনকি টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিচারক থাকা স্বতেও চূড়ান্ত পর্বে তাকে দেখা যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় জ্যাক মা নিখোঁজ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জ্যাক মা’কে সর্বশেষ দেখা গিয়েছিল গত অক্টোবরে অনুষ্ঠিত সাংহাইয়ে একটি সম্মেলনে। সেখানে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন। এই সমালোচনার পরপরই চীনা কর্তৃপক্ষ আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে।

এমন কী চীনা কর্তৃপক্ষ আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙের তদন্ত শুরু করে। পাশাপাশি অ্যান্ট গ্রুপ থেকে আলিবাবার অনলাইন আর্থিক সেবা দেওয়া বিভাগকে আলাদা করে ফেলারও নির্দেশ দেয়।

এদিকে যুক্তরাজ্যের সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জ্যাক মা আফ্রিকা’স বিজনেস হিরোস নামের একটি টেলিভিশন শোর বিচারক ছিলেন। গত নভেম্বরে এই শোর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। কিন্ত জ্যাক মা সেখানে উপস্থিত ছিলেন না।

এ প্রসঙ্গে আলিবাবার একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ওই সময় ব্যস্ত থাকার কারণে জ্যাক মা ওই টেলিভিশন শোর চূড়ান্ত পর্বে উপস্থিত থাকতে পারেননি। তবে ওই মুখপাত্র এর বেশি কিছু বলতে চাননি।

অন্যদিকে জ্যাক মা’র এই নিখোঁজ থাকার খবরে টুইটারে আলোচনার ঝড় বয়ে চলছে।

জ্যাক মা’র নিখোঁজ থাকা প্রসঙ্গে বেইজিংভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান বিডিএ চায়নার চেয়ারম্যান ডানকান ক্লার্ক বলেন, ‘আমার ধারণা, তাঁকে (জ্যাক মা) দৃশ্যপটের বাইরে থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি একেবারের ভিন্ন রকম একটি পরিস্থিতি।’

Advertisement
Share.

Leave A Reply