fbpx

দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাপানের কাছে সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসি এই খবর দিয়েছে।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই পিয়ংইয়ংয়ের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এর এক দিন আগেই, পিয়ংইয়ং পীত সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ আছে। যদি পরীক্ষার বিষয়টি  নিশ্চিত হয়, তবে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পিয়ংইয়ংয়ের সাথে যোগাযোগের উদ্যোগকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে হুমকি বহন করে তা তুলে ধরেছে।

তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও বিষয়টি নিয়ে মিত্রদের সাথে পরামর্শ করছে বলেও জানানো হয়েছে।

হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি।

Advertisement
Share.

Leave A Reply