fbpx

দেশের ছয় বিভাগে ৮০ কি.মি বেগে ঝড়ের পূর্বাভাস !

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা যেতে না যেতেই আবারও দেশের ছয় বিভাগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঐ সকল বিভাগে সম্ভাব্য ঝড়ের শক্তি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার।

বৃহস্পতিবার (১৮ মে ) সকাল ১০টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা একেএম নাজমুল হক বলেন, ‘দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের কিছু অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ৬টি বিভাগের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের পশ্চিম বা উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসকল এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply