fbpx

দেশে এ পর্যন্ত ২০ জনের মধ্যে করোনার ভারতীয় ধরন শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাস এখন সারাবিশ্বে এক আতঙ্কের নাম। তার মধ্যে ভারতীর ধরন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা বাংলাদেশেও শনাক্ত হয়েছে এই ধরন। দেশে নতুন করে করোনার ভারতীয় ধরনে ১৩ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৭ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার। জানা গেছে, এদের মধ্যে ভারত সফর করে আসা ৫ জন ও বাকি ৮ জন দেশে থেকেও করোনার ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন।

গতকাল ২৮ মে  (শুক্রবার) করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন করে শনাক্ত হওয়া এই ব্যক্তিদের নমুনা নিয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত মোট ২০ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরনের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। জিআইএসএআইডির তথ্যভান্ডারে প্রকাশিত হয়েছে এ তথ্য। গত ৮ মে প্রথমবারের মতো বাংলাদেশের দুই ব্যক্তির শরীরে করোনার ভারতীয় ধরনের (বি.১.৬১৭.২) অস্তিত্ব পাওয়া যায়।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের পাঁচটি ধরন শনাক্ত হয়েছে। এগুলো হলো: যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া

Advertisement
Share.

Leave A Reply