fbpx

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর খবর পাওয়া গেছে গত ২৪ ঘণ্টায়। সর্বশেষ গত ১২ নভেম্বর করোনায় ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। এ নিয়ে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন এখন পর্যন্ত করোনা আক্রান্ত হলেন। আর গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জনকে নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী সুস্থ হয়েছেন আরও ৮৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।

Advertisement
Share.

Leave A Reply