fbpx

করোনারোধী ভ্যাকসিন কার্যক্রম শুরু, প্রথম দিন টিকাদান বেলা আড়াইটা পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারীকালের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেশ। এসেছে করোনা ভ্যাকসিন। শুরু হয়েছে দেশ জুড়ে গণ টিকাদান কার্যক্রম। এ টিকা নিতে এর মধ্যে নিবন্ধন করেছেন তিন লাখের বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রবিবার ৭ ফেব্রুয়ারি প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হবে। যার মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীদের দল এসব কেন্দ্রে সরাসরি টিকাদানে নিয়োজিত থাকবে। ধারাবাহিকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি টিম প্রস্তুত।

উল্লেখ্য, বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। এই টিকার তিন কোটি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে, যার মধ্যে ৫০ লাখ ডোজ এরইমধ্যে চলে এসেছে। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া গেছে আরও ২০ লাখ ডোজ টিকা।

Advertisement
Share.

Leave A Reply