Advertisement
দেশে করোনায় গেল ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২৩৯ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে। আর শনাক্ত হয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬জন। সবমিলে মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৫২ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.২১ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।
Advertisement