fbpx

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +

গত কয়েক সপ্তাহ ধরেই দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা নিম্নমুখী। দেশে বর্তমানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১৬৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন।

৩০ অক্টোবর (শনিবার) সংবাদমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ১৮১ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১.২৫ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Share.

Leave A Reply