fbpx

দেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জন।

করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ১২ হাজার ৯৬০ জন।

৭ জুন সোমবার সংবাদমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১ হাজার ৯৭০। আজ একদিনে শনাক্তের হার ১১ দশমিক ৪৭। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায়, আবারও ১০ দিন বাড়লো লকডাউনের সময়সীমা। ১৬ জুন রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে পূর্বের সব বিধিনিষেধ। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে পারবে সব রকমের গণপরিবহন।

Advertisement
Share.

Leave A Reply