fbpx

দেশে করোনায় মৃত্যু ১৪, সর্বোচ্চ শনাক্ত ৮৪৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাস সংক্রমণের আজ এক বছর। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিগত দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৫ জনের। যা কিনা সর্বশেষ ৫৪ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা।

৮ মার্চ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৮ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আর মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। আগের দিন এটি ছিল ৪ দশমিক ৩০ শতাংশ।

৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply