fbpx

দেশে করোনা শনাক্তের ল্যাব বাড়ল ১৯ টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন প্রায় ৫ লাখ। তবে পরীক্ষাগারের সংকট থাকার কারণে দেশে পর্যাপ্ত পরিমাণ করোনা টেস্ট করানো সম্ভব হচ্ছে না।

এমন পরিস্থিতিতে দেশে নতুন করে ১৯টি পরীক্ষাগার বাড়ানো হয়েছে। এ নিয়ে করোনা রোগী শনাক্ত করার পরীক্ষাগারের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫৯ টি। যেখানে সরকারি হাসপাতালে ৯৬টি এবং বেসরকারি হাসপাতালে ৬৩টি ল্যাব স্থাপিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে এখন সরকারি ৯৬টি পরীক্ষাগারের মধ্যে আরটি-পিসিআর ল্যাব ৫১টি, জিন-এক্সপার্ট ল্যাব ১৬টি এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ২৯টি। আর বেসরকারি ৬৩টি পরীক্ষাগারের মধ্যে আরটি-পিসিআর ৬১টি এবং জিন-এক্সপার্ট ল্যাব দুইটি।

প্রসঙ্গত, গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৬৪ টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৩২ হাজার ৬৯৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৩৭০টি।

Advertisement
Share.

Leave A Reply