fbpx

দেশে ঝড়-বৃষ্টি থাকবে আরও দুদিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব এখনো কাটেনি। ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিনত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করছে। বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ছে বাংলাদেশেও।

এর প্রভাবে গতকাল (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরে দেওয়া দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে বঙ্গোপসাগরে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। অশনির পর আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে ইতোমধ্যে পূর্বাভাস এসেছে। বলা হচ্ছে আগামী ২০ মে নাগাদ আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এত আগে এ ধরনের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস দেয়া কঠিন। কখনো কখনো লঘুচাপ বা নিম্নচাপ সাগরেই বিলীন হয়ে যায়। এজন্য তারা আরও অপেক্ষার পরামর্শ দিয়েছেন। তবে ২১ মে নাগাদ ছাউংথা উপকূলের কাছাকাছি পরবর্তী ঘূর্ণিঝড়টি অবস্থানের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দেশে আগামী ২৪ ঘণ্টায় হালকা ও ভারী বৃষ্টি হতে পারে। বরিশাল নৌ বন্দরে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply