fbpx

দেশে পণ্য রফতানি বেড়েছে ১১২%

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০ সালের মে মাসে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয় ১৪৬ কোটি ৫৩ লাখ ডলারের। সেই তুলনায় চলতি বছরের সদ্য সমাপ্ত মে মাসে রফতানি বেড়েছে ১১২ শতাংশ। রপ্তানী উন্নয়ন ব্যুরোর(ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩১০ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। এ হিসেবেই রফতানি প্রবৃদ্ধি ১১২ শতাংশ।

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই থেকে মে) বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ৫১৮ কোটি ডলারের পণ্য। যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি।

পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, রাসায়নিক পণ্য, প্লাস্টিক পণ্যের রফতানি বেড়েছে অর্থবছরের ১১ মাসে। এ সময়ে তৈরি পোশাক রফতানি হয়েছে ২ হাজার ৮৫৬ কোটি ডলারের। যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ শতাংশ বেশি।

১১ মাসে পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে ১০৮ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৩৩ দশমিক ২৩ শতাংশ বেশি। ৮৪ কোটি ৬০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি হয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪৩ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply