fbpx

দেশে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের হার কমলো!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টা মহামারী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৮১৩ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জন।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৯০ শতাংশ। ৯ মাসের বেশি সময় পর আজ প্রথমবারের মতো রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামল।

এর আগে সর্বশেষ রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল গত বছরের ৫ এপ্রিল। ওই দিনও শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯০ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।

আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।

Advertisement
Share.

Leave A Reply