fbpx

দেশে গণতন্ত্র স্থিতিশীল আছে: পররাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গণতন্ত্র স্থিতিশীল অবস্থায় আছে, যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানালো কি জানালো না সেটা গুরুত্বপূর্ণ নয়, মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরেই খুব স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করে চলেছি। সব দেশেই কিছু ব্যত্যয় আছে, উইকনেস আছে। গণতন্ত্র ও সুশাসনের কথা বলে বিভিন্ন দেশকে চাপে রাখতে চাওয়াই আমেরিকার রাজনীতি।‘

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া গণতন্ত্রের জন্য সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘কে দাওয়াত দিল না দিল এগুলো সেকেন্ড বিষয়। গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের লোকই শেখাবে। আমেরিকা বিভিন্ন দেশকে কখনও গণতন্ত্রের কথা বলে, কখনও সুশাসনের কথা বলে, কখনও সন্ত্রাসবাদের কথা বলে চাপে রাখতে চায়। সেটাই তাদের রাজনীতি। তাই গণতন্ত্র সম্মেলনে ডাক পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই।‘

এসময় তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এ দেশে একসময় গণতন্ত্র ছিল না। এ দেশের লোকই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামীতে এই গণতন্ত্রকে আরও পরিপক্বতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করব। অন্য কেউ করতে পারবে না।‘

Advertisement
Share.

Leave A Reply