fbpx

দেশ ছাড়তে পারবেন না রাসেল ও তার স্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশন দুদকের করা আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) এ আদেশ দেন। আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম।

পণ্য বেচা-কেনা প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকের কাছ থেকে নেওয়া অগ্রীম ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা ‘আত্মসাৎ ও পাচারের’ অভিযোগে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের চার প্রতিষ্ঠানকে গত ৪ জুলাই চিঠি দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর প্রেক্ষিতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে বলে, রাসেল এবং শামীমার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদক। আদালত আবেদন গ্রহণ করেন এবং ইভ্যালির এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

Advertisement
Share.

Leave A Reply