fbpx

দেড় বছরে করোনায় মারা গেছে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী: ডব্লিউএইচও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ডব্লিউএইচও প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত প্রায় দেড় বছরে এসব স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়। স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনা জরুরি বলে মত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

টিকা বৈষম্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গোটা বিশ্বে স্বাস্থ্যকর্মী রয়েছেন ১৩ কোটি ৫০ লাখ। তার মধ্যে ১১৯টি দেশের মধ্যে গড়ে পাঁচজন স্বাস্থ্যকর্মীর মধ্যে দুইজন করোনা টিকার পুরোপুরি ডোজ সম্পন্ন করেছেন। অবশ্যই এটি বিস্তর পার্থক্য আঞ্চলিক এবং ধনী দেশগুলোর তুলনায়। আফ্রিকায় ১০ জনে একজন পুরোপুরি টিকা নিয়েছেন যা অন্য আটটি ধনী দেশের তুলনায় অনেক কম।

বৈষম্যের কারণে করোনা মহামারী আরও স্থায়ী হবার আশঙ্কা করে ডব্লিউএইচওর শীর্ষ কর্মকর্তা ড. ব্রুস এইলওয়ার্ড বলেন, টিকার দুষ্প্রাপ্যতার কারণে করোনা সংকট ২০২২ সালেও অনেক দিন ধরে চলতে পারে। টিকা বণ্টনে সমতা না আসায় মহামারি স্থায়ী হতে পারে আরও এক বছর।

আফ্রিকায় জনগোষ্ঠীর পাঁচ শতাংশেরও কম টিকা পেয়েছে, যেখানে বেশিরভাগ দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ টিকা পেয়ে গেছে বলে অভিযোগ করেন ব্রুস এইলওয়ার্ড।

তথ্যসূত্র: আল জাজিরা ও বিবিসি

Advertisement
Share.

Leave A Reply