fbpx

দেড় মাসের লড়াই শেষ, মারা গেলেন বলিউডের কৌতুক অভিনেতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারা গেছেন বলিউডের কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত  হওয়ার পর দিল্লির ‘এইমস’ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টামইস খবরটি নিশ্চিত করেছে।

১০ আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় এই  শিল্পীর। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজুকে। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি। জ্ঞান ফিরেছিল তার। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে।

জানা যায়, রাজুর হঠাৎই জ্বর আসতে শুরু করে। ঝুঁকি না নিয়ে রাজুকে  লাইফ সাপোর্ট সিস্টেমে রাখেন তার চিকিৎসকেরা। গত ২০ দিন সেভাবেই চিকিৎসা চলছিল এই কৌতুক অভিনেতার।

Advertisement
Share.

Leave A Reply