fbpx

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩৭ রানে অলআউট স্বাগতিকরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল চার দিনের টেস্ট ম্যাচের প্রথম টেস্ট বৃষ্টির কল্যাণে কোনো মতে বাঁচিয়ে ছিল বাংলাদেশ ‌’এ’ দল । সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছে মাত্র ২৩৭ রানে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে প্রবল বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল অনেকটা। বৃষ্টি ভেজা দিনে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল ক্যারিবিয় অধিনায়ক।

বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৪৯ ওভার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম দিনের ৪৯ ওভার ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল তুলেছে ৫ উইকেটে ১৭৫ রান। টেস্ট ম্যাচে অনেকটা টি-টোয়েন্টির মেজাজ ব্যাট করতে দেখা গেছে বেশ কয়েকজন ব্যাটারকে।

দারুণ শুরুর পরেও দলের ওপেনার জাকির হাসান করেছেন ১৩ বলে ১৮ রান। প্রথম ম্যাচে ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলা সাইফ হাসান এবার কোচের কথা শুনে সময় নিয়ে থিতু হয়েছিলেন। কিন্তু ৩১ রানে সাইফও কাটা পড়েন সিনক্লিয়ারের বলে।

কোচ জেমি সিডন্স এর কথায় কান না দিয়ে দলের অধিনায়ক আফিফ খেলেছেন তার তাল অনুযায়ী। লাল বলের টেম্পারমেন্টের কোন ছাপ দেখা যায়নি তার মাঝে। আগ্রাসী ব্যাটিং করে টিকেছেন মোটে ৩৪ বল, ৭ চারে ৩৭ রানের ইনিংস দলকে নিতে পারেনি ভালো পজিশনে বরং সেট হয়ে আউট হয়েছেন ’এ ’ দলের নতুন কাপ্তান।

ব্যাটারদের ব্যর্থতায় যখন দল ধুকছিল তখন দলের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু। খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। দল খারাপ করলেও ১২৪ বলে ৭৩ রানের ইনিংস দেখেই হয়তো খুশিই হয়েছেন কোচ জেমি। এছাড়া ২১ রান করেছেন জাকের আলি অনিক এর যায়গায় সুযোগ পাওয়া ইরফান শুক্কুর।

৬৫ ওভার ৩ বল খেলে বাংলাদেশ দল অলআউট হয়েছে ২৩৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট নিয়েছেন আকীম জর্ডান।

Advertisement
Share.

Leave A Reply