fbpx

নগদের লেনদেন ছাড়াল ২০০ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক অনাড়মন্বর অনুষ্ঠানের মাধ্যমে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ ঘোষণা দেন।

সরকারের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে দৈনিক ২০০ কোটি টাকা লেনদেনে মাইলফলক স্পর্শ করার কথা ছিল। কিন্ত সময়সীমা পার হবার আগেই এ লক্ষ্য পূরণ হয়।

নগদ এর দ্রুতগতির অগ্রযাত্রাকে অত্যাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রাহক বান্ধব সেবা চালু করার সফল বলে মনে করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তিনি বলেন, ‘উদ্ভাবনী প্রচেষ্টার এই গতিধারায় প্রতিষ্ঠার মাত্র দেড় বছরের মধ্যে ‘নগদ’ ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এটি আমাদের জন্য অনেক আনন্দের।’

Advertisement
Share.

Leave A Reply