fbpx

নতুন মুখ ‘জান্নাতুল বিস্মি’কে নিয়ে হিমাচলে শিরোনামহীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবাম। “বাতিঘর” নামের এই অ্যালবামে থাকছে সর্বমোট ১০টি গান। প্রত্যেকটি গানই পাবলিশ করা হবে মিউজিক ভিডিও আকারে। এরই মধ্যে টাইটেল ট্র্যাক প্রকাশও পেয়েছে। বাকি গানগুলোর শুটিং চলমান।

‘বাতিঘর’, ‘এই অবেলায় ২’ ছাড়াও অ্যালবামটিতে আরও থাকছে ‘জানে না কেউ’, ‘প্রিয়তমা’র মতো দারুণ সব গান। এইমুহূর্তে জানে না কেউ আর প্রিয়তমার শুটিং করতে শিরোনামহীন অবস্থান করছে ভারতে, তুষারবৃত পর্বত প্রদেশ হিমাচলে। জানা গেছে, সেখানে ১২ দিন অবস্থান করবে ব্যান্ডটির সদস্যরা।

নতুন মুখ ‘জান্নাতুল বিস্মি’কে নিয়ে হিমাচলে শিরোনামহীন

 

জানে না কেউ ও প্রিয়তমা গানে মডেল হিসেবে দেখা যাবে সিফাত আমিন ও জান্নাতুল বিস্মিকে। বিস্মি বাংলাদেশের মেয়ে, মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা কানাডায়। সেমিস্টার ব্রেকে দেশে এসে ধারাবাহিকভাবে কাজ করছেন নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনে। বিনোদন জগতের নতুন মুখ হলেও আগামীতে ভালো ভালো কাজের সুযোগ থাকলে করতে চান বিস্মি। ইতোমধ্যেই কাজের জন্য মানুষের যে পরিমাণ প্রশংসা, ভালোবাসা আর শুভকামনা পেয়েছেন, তাতে অভিভূত জান্নাতুল বিস্মি।

দুই গানই প্রকাশিত হবে ঈদের পর।

Advertisement
Share.

Leave A Reply