fbpx

নবাবগঞ্জ মুগ্ধ ঘোড়দৌড়ে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগীতা। গ্রামীন ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ।

নবাবগঞ্জ উপজেলার ইটাখুর বববাড়িয়া গ্রামবাসীর আয়োজনে ইটাখুর মাঠে গতকাল বিকেলে ঘোড় দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়। জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা এতে অংশগ্রহন করেন।

খেলার আয়োজকরা জানান, ৩টি গ্রুপে মোট ২৭টি ঘোড়া খেলায় অংশগ্রহন করে। এছাড়াও ছিল বাবা ও মেয়ের প্রতিযোগীতা, ক গ্রুপে বিজয়ী হন দিনাজপুরের বাহাদুর, খ গ্রুপে ঘোড়াঘাটের জহুরুল ও গ গ্রুপে গাইবান্ধার আতাউর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়া দৌড় প্রতিযোগীতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্ন স্থানে এ খেলা দেখা যেতো। কিন্তু এখন সচরাচর আর দেখা যায় না। দীর্ঘদিন পরে আবারও এমন খেলার আয়োজন করায় খুশি দর্শকরা। স্থানীয়রাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই খেলা দেখতে আসেন দর্শনার্থীরা।

বিভিন্ন স্থান থেকে খেলতে আসা খেলোয়াররা জানান, মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এই ঘোড়া খেলা দেখিয়ে থাকি। যেখানেই এই খেলা হয়ে থাকে আমরা সেখানে অংশগ্রহন করে থাকি।

খেলার আয়োজক কমিটির সভাপতি আব্দুল জলিল জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে, হারিয়ে যাওয়া খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে এই প্রতিযোগীতার আয়োজন।

উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিল জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ধরে রাখতে সবধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।

Advertisement
Share.

Leave A Reply