fbpx

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নরসিংদীর রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।

২৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে রায়পুরা উপজেলার  কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ আরও চরম আকার ধারণ করে। এরই জের ধরে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম গ্রুপের দুজন মারা যান।

নিহতরা হলেন, উপজেলার কাচারিকান্দি এলাকার সাদিব মিয়া (১৯) ও একই এলাকার হিরণ মিয়া (৩৫)।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিইয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

Advertisement
Share.

Leave A Reply