ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে।
জানা গেছে জুমার নামাজের পর হঠাৎ করে একটি দল মোদী বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করে। পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ সময় ঘটনাস্থলে থাকা ৭১ টিভির রিপোর্টার ইশতিয়াক ইমন বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে আহত হন। রাবার গুলির আঘাতে আহত হন সময় টিভির এক ক্যামেরা পারসন। এছাড়াও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

৭১ টিভির রিপোর্টার ইশতিয়াক ইমন ইটের আঘাতে আহত হন।
ছবি: ফেসবুক থেকে নেয়া
বায়তুল মোকাররমসহ আশপাশের এলাকায় পুলিশ সাজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নিয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে ইসলামপন্থী ও বাম ধারার কয়েকটি সংগঠন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।