fbpx

নাইজারে বন্দুকধারীদের হামলায় সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সেনাবাহিনীর ১৬ সদস্য মারা গেছেন। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন।

রবিবার দু’টি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত  করেছে।

জানা গেছে, শনিবার বিকেলে নাইজারের তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলাটি চালায়। এর আগে মার্চে একই এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৩৭ জন মারা গিয়েছিলেন।

কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি। তবে এই এলাকায় আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য আছে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আল কায়েদা ও আইএসের হামলায় নাইজারের কয়েকশত সৈন্য ও বেসামরিক নিহত হয়েছেন। বর্তমানে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর বিশাল এলাকা এই দুটি গোষ্ঠী দুটির নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply