fbpx

নাগরিকে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দর্শকদের প্রত্যাশা ও আকাঙ্খাকে পুঁজি করে এগিয়ে চলেছে নাগরিক টিভি। দর্শকদের নতুনত্বের স্বাদ দিতে চেষ্টা করেছে সবসময়। নতুন বছরে দর্শকদের আরও বেশি একাত্ম করতে চাইছে তিন বছর বয়সী স্যাটেলাইট চ্যানেলটি। এজন্য বেশকিছু নতুন উদ্যোগ নিয়েছে নাগরিক টিভি।

এখন থেকে বিনোদন দুনিয়ার সঙ্গে সঙ্গে খেলার দুনিয়ার সঙ্গেও দর্শকদের নিয়মিত জুড়ে রাখতে চাইছে চ্যানেলটি।
বিশ্বকাপ ফুটবলের পর আবারও নাগরিক টিভি স্টেডিয়ামের রুদ্ধশ্বাস খেলাকে টেলিভিশনের ছোটপর্দায় নিয়ে আসছে। বছরের শুরুতেই নাগরিকের সঙ্গে দর্শকরা আবারও মেতে উঠবেন ক্রিকেট-আনন্দে।

শিগগির বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইতোমধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় শুরু হতে যাওয়া বাংলাদেশের হোম সিরিজটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। একই সঙ্গে সিরিজটি সম্প্রচার করবে টি-স্পোর্টসও।

নাগরিক টিভি আশা করছে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটির সম্প্রচারের মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে তার সম্পর্ক নতুন মাত্রা ও গতি পাবে।

Advertisement
Share.

Leave A Reply