fbpx

নাচে গানে ভরপুর ডিনকির শতবর্ষের জীবন

Pinterest LinkedIn Tumblr +

শত বছর বয়স হতে মাত্র দু মাস বাকি। এখনও নাচ করছেন ইংল্যান্ডের নৃত্যশিল্পী ডিনকি ফ্লাওয়ারস। আর এই নাচের থেকে পাওয়া অর্থ তিনি দিচ্ছেন এনএইচএস নামের একটি দাত্যব্য সংস্থাকে।

ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের শোরেহামে ডিনকির নাচের স্কুল চলছিল গেলবছর করোনা প্রাদুর্ভাবের কারণে লকডাউন দেওয়ার আগ পর্যন্ত।

তবে এখন তিনি সপ্তাহে তিন তিন ওয়ার্কআউট সেশনে অংশ নিয়ে তহবিল সংগ্রহ করছেন।

এক সময় বিশ্বের নানা প্রান্তে নৃত্য পরিবেশন করা এই ডিনকি মনে করেন নিষ্কর্মা হয়ে বসে থাকার কোনো মানে হয় না। নাচ পাগল এই মানুষটি বলেন ‘ কেউ আমাকে নাচ করতে বললে, আমি করি।“

ডিনকি মনে করেন, বয়সের কারণে কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া ঠিক নয়।

সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন ‘ আমি একটা প্রশ্ন খুব ঘৃণা করি। সেটা হচ্ছে- তোমার বয়স কত ডিনকি? আমি এখনও বেঁচে আছি, এবং সুস্থ আছি। আমার বয়স ৩০ নাকি ১০০ এটাতো বিষয় না। ‘

তিন বছর বয়স থেকে নাচ শুরু করেছিলেন ডিনকি। এখনো ব্যালে, ট্যাপ ও সমসাময়িক নাচসহ বিভিন্ন ধরনের নাচ করেন তিনি।

ডিনকি বলেন ‘ আমি কাজ করতে পছন্দ করি বলে কাজ করি না, বরং কাজকে ভালবাসি তাই করি।“

নিয়মিত নাচ করার জন্যই এখনও সুস্থ- সবল রয়েছন বলেও জানান ডিনকি ফ্লাওয়ারস।

Share.

Leave A Reply