fbpx

নাটোরে পুলিশের ৭০ হাজার মাস্ক বিতরণ

Pinterest LinkedIn Tumblr +

করোনা পরিস্থিতি রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে মানুষের মাঝে ৭০ হাজার মাস্ক বিতরণ করেছে নাটোর জেলা পুলিশ। রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় শহরের স্বাধীনতা চত্বরে মাস্ক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খবর বাসস এর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সভা প্রধানের দায়িত্বে ছিলেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা সংবাদমাধ্যমকে বলেন, পাবলিক প্লেসে বাধ্যতামূলকভাবে এবং সঠিক নিয়মে মাস্ক পরিধাণে জনসাধারণের চেতনাকে শাণিত করতে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি। জেলার সাতটি থানা এলাকায় যুগপৎভাবে জনসচেতনতা সৃষ্টিতে এ মাস্ক বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Share.

Leave A Reply