fbpx

নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক দুই শতাধিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ায় কারাগারে বন্দি সরকার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ থেকে দুই শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নাভলনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ও।

২৩ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে এই বিক্ষোভে অংশ নেন নাভালনির হাজারো সমর্থকরা। এ সময় তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে স্লোগান দেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, আটককৃতদের মধ্যে রয়েছেন নাভালনির এক মুখপাত্র ও এক আইনজীবীও। রাশিয়ার পূর্ব দিকের খাবারোভস্ক অঞ্চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে, গত ১৭ জানুয়ারি বার্লিন থেকে জার্মানির রাজধানী বার্লিন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন নাভালনি। তবে দেশে ফেরার পর মস্কো বিমান বন্দর থেকেই তাকে আটক করা হয়।

সরকার বিরোধী এই নেতা প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে শক্তিশালী সমালোচক ছিলেন। নাভালনির সমর্থকরা তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ র‍্যালির ডাক দিয়েছেন। ধারণা করা হচ্ছে প্রায় ৬০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, বিক্ষোভ কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছে রুশ প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply